Print Date & Time : 10 September 2025 Wednesday 6:30 am

ইউনাইটেড হাসপাতালে সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: অসুস্থ সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনার পর গতকাল বিকাল সাড়ে ৩টায় মন্ত্রীকে হাসপাতালে নেয়া হয় বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসাইন। তিনি বলেন, ‘এখন মন্ত্রী মহোদয়ের পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। সেখানে পরিবারের সদস্যরা রয়েছেন।’

গত শনিবার লালমনিরহাটের নির্বাচনী এলাকায় (কালীগঞ্জ-আদিতমারী) একটি অনুষ্ঠানে অংশ নেয়ার পর বুকে ব্যথা অনুভব করলে মন্ত্রীকে গভীর রাতে রমেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। তিনি সেখানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) অধ্যাপক শাকিল গফুরের তত্ত্বাবধানে ছিলেন।

সেখান থেকে বেলা দেড়টায় মন্ত্রীকে ঢাকায় পাঠানোর জন্য হাসপাতাল থেকে বের করা হয়। পরে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে মন্ত্রীকে রংপুর সেনানিবাস থেকে ঢাকায় নিয়ে আসা হয়। মন্ত্রীর সঙ্গে পরিবারের সদস্যরা ছিলেন।

রমেক হাসপাতালের অধ্যাপক শাকিল গফুর দুপুরে বলেছিলেন, ‘মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তিনি বুকে ব্যথা অনুভব করেছিলেন। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যা নেই।’

ছেলে রাকিবুজ্জামান আহমেদ বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, ঈদ উদ্যাপনের জন্য ২৯ এপ্রিল ঢাকা থেকে লালমনিরহাটের বাড়িতে যান মন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। ১০ মে পর্যন্ত মন্ত্রীর বাড়িতে থাকার কথা ছিল।