সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ৪২৮ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) জন্য অনুমোদন দিয়েছে। প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) ইস্যু ম্যানেজার হিসেবে এ আইপিওর জন্য কাজ করেছে। এটি ব্যাংকের মধ্যে আকারের দিক থেকে সবচেয়ে বড় আইপিও এবং পুঁজিবাজারে চতুর্থ সর্বোচ্চ। আইপিওটি ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে। তাছাড়া পিবিআইএল লিড-অ্যারেঞ্জার হিসেবে ইসলামী ব্যাংকের ৮০০ কোটি টাকার দ্বিতীয় মুদারাবা মেয়াদহীন বন্ডের জন্য কাজ করছে, যেখানে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৭২০ কোটি টাকা এবং আইপিওর মাধ্যমে অবশিষ্ট ৮০ কোটি টাকা উত্তোলন করা হবে।
পাশাপাশি পিবিআইএল লিড-অ্যারেঞ্জার হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার মুদারাবা মেয়াদহীন বন্ডের জন্য কাজ করছে, যেখানে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৪৫০ কোটি টাকা ও আইপিওর মাধ্যমে অবশিষ্ট ৫০ কোটি টাকা উত্তোলন করা হবে। এছাড়াও সম্প্রতি পিবিআইএল ভ্যানটেজ হাই-টেক লিমিটেডের সঙ্গে এসএমই প্ল্যাটফর্মের অধীনে কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। বিজ্ঞপ্তি