ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পুনঃনিয়োগ পেয়েছেন এবিএম মোকাম্মেল হক চৌধুরী। পুনঃনিয়োগের আগে তিনি একই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মানবসম্পদ ব্যবস্থাপনায় এমবিএ ডিগ্রিধারী মোকাম্মেল চৌধুরী ২০০১ সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। ২৩ বছরের কর্মজীবনে শাখা প্রধান ও প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন। পরবর্তীতে তিনি একই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি
