ইউনিয়ন ব্যাংকের খাজুরা বাজার শাখা উদ্বোধন

শরিয়াহভিত্তিক আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে যশোরে ইউনিয়ন ব্যাংকের খাজুরা বাজার শাখা উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে শাখা উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যশোর সরকারি শহিদ সিরাজউদ্দিন হোসেন কলেজের অধ্যক্ষ মো. আমিনুর রহমান, ইউনিয়ন ব্যাংকের আইএডি ও এসএএমডি বিভাগের প্রধান ইভিপি মো. আজাদুর রহমান এবং যশোর সরকারি জেলা স্কুলের সিনিয়র শিক্ষক মো. আনিসুর রহমান। বিজ্ঞপ্তি