ইউনিয়ন ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংক লিমিটেডের রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ বিভাগ, কুমিল্লা এবং নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, শরীয়তপুর, মুন্সীগঞ্জ অঞ্চলের প্রথম ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভা ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সভা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম, শফিউদ্দিন আহমেদ, এসইভিপি মো. গোলাম মোস্তফা, ইভিপি মো. মাইনুল ইসলাম চৌধুরী, মো. আজাদুর রহমান এবং সাইফুল মুমিন। বিজ্ঞপ্তি