শরিয়াহ্ভিত্তিক আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে শেরপুরে ইউনিয়ন ব্যাংক পিএলসির নালিতাবাড়ী শাখা সম্প্রতি উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নালিতাবাড়ী শাখার উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মুকছেদুর রহমান লেবু এবং ইউনিয়ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা এবং শেরপুরের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি
