ইউনিলিভারের হাতে চলে গেল জিএসকের মালিকানা

নিজস্ব প্রতিবেদক : ইউনিলিভারের হাতে চলে গেল পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইনের (জিএসকে) মালিকানা। গতকাল ওই কোম্পানির সব উদ্যোক্তা পরিচালকের শেয়ার কিনে নিয়েছে ইউনিলিভার। এর মধ্য দিয়ে জিএসকের বাংলাদেশের মালিকানা বদলে গেল।

গত বৃহস্পতিবার জিএসকে বাংলাদেশের উদ্যোক্তা সেট ফার্স্ট লিমিটেড ৮১ দশমিক ৯৮ শতাংশ শেয়ার বিক্রির ঘোষণা দেয়। আর গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে তা কিনে নিয়েছে ইউনিলিভার ওভারসিস হোল্ডিংস বিভি।

জানা যায়, সিটি ব্রোকারেজ হাউসের মাধ্যমে জিএসকের প্রায় ৯৮ লাখ ৭৫ হাজার শেয়ার কিনে নেয় ইউনিলিভার। প্রতিটি দুই হাজার ৪৬ টাকা ৩০ পয়সা করে শেয়ার কিনে নিয়েছে ইউনিলিভার।

কোম্পানি সূত্রে জানা যায়, বহুজাতিক এ কোম্পানির মূল উদ্যোক্তাদের সিদ্ধান্তের ভিত্তিতে সব নিয়মনীতি মেনে শেয়ারের হাতবদল সম্পন্ন হয়েছে। স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ ঘোষণা আগেই দেওয়া হয়েছিল।

এর আগে ২০১৮ সালের ৩ ডিসেম্বর ইউনিলিভারের মূল কোম্পানি ইউনিলিভার এনভি জিএসকের শেয়ার কেনার ঘোষণা দেয়। তবে চলতি বছরের ২২ মার্চ এ সিদ্ধান্ত পরিবর্তন করে ইউনিলিভারের মূল কোম্পানির পরিবর্তে সহযোগী প্রতিষ্ঠান ইউনিলিভার ওভারসিজ হোল্ডিংস বিভির কাছে সেট ফার্স্টের সব শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত ওই সিদ্ধান্ত অনুযায়ী ব্লক মার্কেট থেকে জিএসকে শেয়ার ইউনিলিভারের সহযোগী প্রতিষ্ঠান ওভারসিজ হোল্ডিংস বিভির অনুকূলে কেনা হয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে জিএসকে বাংলাদেশের মালিকানায় আসবে ইউনিলিভার।

২০১৮ সালের ইউনিলিভার ও জিএসকের পক্ষ থেকে দুটি পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত, বাংলাদেশ ও এশিয়ার অন্য ২০টি দেশের বাজারে জিএসকের চলমান কনজিউমার হেলথ ড্রিংকস ব্যবসা কিনে নিচ্ছে অ্যাংলো-ডাচ জায়ান্ট ইউনিলিভার।

এজন্য ইউনিলিভারের গুনতে হবে ৩৩০ কোটি ইউরোর সমপরিমাণ অর্থ, যা নগদ অর্থ ও শেয়ারের মাধ্যমে পরিশোধ করা হবে। চুক্তি অনুসারে ইউনিলিভার ও জিএসকের এ অধিগ্রহণ প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন হবে।

এর মধ্যে প্রথম ধাপে ভারতে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের (এইচইউএল) সঙ্গে জিএসকে কনজিউমার হেলথকেয়ার ইন্ডিয়ার শতভাগ একীভূতকরণ হবে। দ্বিতীয় ধাপে বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত জিএসকে বাংলাদেশ লিমিটেডের প্রায় ৮২ শতাংশ শেয়ার (সেট ফার্স্টের মালিকানাধীন) কিনে নেওয়ার কথা ছিল।

তৃতীয় ভাগে নগদ ৪৭ কোটি ডলার ব্যয়ে এশিয়ার অন্য ২০ দেশে জিএসকের হেলথ কেয়ার নিউট্রিশন ব্যবসা ও ব্র্যান্ডস্বত্ব কিনে নেবে ইউনিলিভার। এরই মধ্যে প্রথম ধাপে ভারতে হিন্দুস্তান ইউনিলিভার ও জিএসকের অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া গ্ল্যাক্সোস্মিথক্লাইন কনজিউমার হেলথকেয়ার ও ফার্মাসিটিক্যালস দুই ইউনিটের মাধ্যমে বেশ দাপটের সঙ্গে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে। পরবর্তীকালে ফার্মাসিউটিক্যালস ইউনিটের লোকসান দেখিয়ে ওষুধ উৎপাদন কারখানা এবং ফার্মাসিউটিক্যাল বিজনেস ইউনিটের সব কার্যক্রম একপর্যায়ে বন্ধ করে দেয়। তবে হরলিকস ও মালটোভার মতো জনপ্রিয় হেলথ ড্রিংক এবং গ্ল্যাক্সোজ-ডি সেনসোডাইনসহ কনজিউমার হেলথকেয়ার ইউনিটের কার্যক্রম সচল রাখে।

বহুজাতিক এই কোম্পানিটি প্রতি বছরই শেয়ারহোল্ডারদের সন্তোষজনক লভ্যাংশ দিয়ে আসছে। সে কারণে বাজারে এই শেয়ারের চাহিদা রয়েছে। দুই বছর ধরে এই প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের ৫৩০ শতাংশ করে নগদ লভ্যাংশ প্রদান করে আসছে। এর আগের বছর অর্থাৎ ২০১৭ সালে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিনিয়োগকারীরা ৫৫০ শতাংশ করে নগদ লভ্যাংশ পেয়েছেন। তবে এই কোম্পানির খুব সামান্যসংখ্যক শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে, যার পরিমাণ দুই দশমিক ১২ শতাংশ। এছাড়া বিদেশিদের কাছে শূন্য দশমিক ৩৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫ দশমিক ৫৩ শতাংশ এবং পরিচালকদের কাছে রয়েছে ৮১ দশমিক ৯৮ শতাংশ শেয়ার।