Print Date & Time : 20 July 2025 Sunday 5:27 pm

ইউনিয়ন ব্যাংকের আইপিও আবেদন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক: ইউনিয়ন ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। ব্যাংকটির আইপিও আবেদন আজ রোববার থেকে শুরু হচ্ছে। আবেদন গ্রহণ চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ২৪ নভেম্বর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চূড়ান্ত অনুমোদন পায়।

সূত্রমতে, ব্যাংকটি পুঁজিবাজার থেকে ৪২ কোটি ৮০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ৪২৮ কোটি টাকা উত্তোলন করবে। ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনর্মূল্যায়ন ছাড়া ব্যাংকটির শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য ১৬ দশমিক ৩৮ টাকা (ব্যাংকটি কোনো সম্পদ পুনর্মূল্যায়ন করেনি) ও শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে এক দশমিক ৭৭ টাকা। বিগত পাঁচ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক দশমিক ৮২ টাকা।

আইপিওতে ব্যাংকটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড।

উল্লেখ্য, গত বছর ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ডিওএস সার্কুলার নং ০১ অনুযায়ী, ব্যাংকটিকে ২০২১ সালের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে ২০০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। এছাড়া শেয়ারবাজারে তালিকাভুক্তির আগে ব্যাংকটি কোনো লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।