সম্প্রতি রাজধানীর গুলশান ক্লাবের লামডা হলে ইউপিভিসি পণ্য ‘আইয়ু’ ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আয়েশা ফারহা চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর ফাহিম আহমেদ ফারুক চৌধুরী, ডিরেক্টর মাহবুব সোবহান জালাল তানভির, হেড অব অপারেশন শমিত মাহবুব শাহাবুদ্দীন প্রমুখ। প্রসঙ্গত, চিটাগং ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানির সিস্টার কনসার্ন হিসেবে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় সেম ইউপিভিসি। উচ্চ ক্ষমতাসম্পন্ন উন্নত ইউপিভিসি পণ্য উৎপাদনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় কোম্পনিটি। আইয়ু ব্র্যান্ডটি অভিজাত ও উন্নতমানের ইউপিভিসি সলুশ্যন বাজারজাত করবে। বিজ্ঞপ্তি

Print Date & Time : 13 August 2025 Wednesday 2:59 pm
ইউপিভিসি পণ্য ‘আইয়ু’ব্র্যান্ডের উদ্বোধন
করপোরেট কর্নার ♦ প্রকাশ: