Print Date & Time : 29 August 2025 Friday 2:19 am

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখানের চরবয়রাগাদী ও চরবক্তাবলী মৌজায় ২১০ শতাংশ জায়গা দখলের অভিযোগ উঠেছে মুন্সীগঞ্জের বজ্রযোগিনী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলামের বিরুদ্ধে। এর প্রতিবাদে উক্ত জমির মালিকানা দাবীদার শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে সিরাজদিখানের কালীনগর আল-আমিন মার্কেটে সংবাদ সম্মেলন করেন আব্দুল্লাহ আল জাদিদ ইরান।

এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘ দিন যাবৎ তার ভোগ দখলে থাকা ফসলী জমিতে শুক্রবার সকালে জোর পূর্বক প্রায় শতাধিক লোকজন নিয়ে চেয়ারম্যান সিরাজুল ইসলাম হালচাষ করেন ও ভয়ভীতি প্রদর্শন করেছেন। এর পরিপেক্ষিতে শুক্রবার রাতে সিরাজদিখান থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।

এ বিষয়ে বজ্রযোগিনি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, এ অভিযোগ সঠিক নয়। আমি তার ভাই- বোনদের নিকট থেকে জমি ক্রয় করে মালিক হয়েছি। সে নিজেই আমার ক্রয়কৃত জমিতে চাষ করতে দিচ্ছে না। বার বার ঝামেলা সৃষ্টি করছে। আমি এই ইরানের বিরুদ্ধে মামলা করবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইরানের চাচাতো ভাই শহিদুল্লাহ মুন্সী, আবু বক্কর সিদ্দিক ও চাচা আলী হোসেন মাদবর প্রমুখ।