ইউপি সদস্যের কারণে সংখ্যালঘু বিধবার বয়স্ক ভাতা বন্ধ!

প্রতিনিধি, নাটোর: নাটোরের বড়াইগ্রামের ১ নং জোয়াড়ী ইউপির ৯ নং ওয়ার্ডের সদস্য কামাল হোসেনের প্রতারণায় সুরধ্বনি রানী নামের এক বয়োবৃদ্ধার বয়স্ক ভাতা বন্ধের অভিযোগ উঠেছে। সুরধ্বনি উপজেলার চণ্ডীপুর হিন্দুপাড়ার মৃত সূর্যদেবের স্ত্রী। তার পরিবার সূত্রে জানা যায়, প্রায় আট বছর বয়স্ক ভাতা পেয়েছেন তিনি। কিন্তু ১৮ বছর আগে ভাতা বইয়ে সমস্যা আছে জানিয়ে বইটি নিয়ে কামাল হোসেন। পরবর্তী সময়ে ওই বইয়ের আর সন্ধান মেলেনি। বারবার মেম্বার তাকে অবগত করলে বিভিন্ন অজুহাতে সময় কাটাচ্ছেন তিনি বলে অভিযোগ করেছেন তারা। বিষয়টি জানাজানি হলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে সুরধনি বলেন, ‘কামাল মেম্বার বইটা নিয়ে যাওয়ায় আমি আর টাকা পাই না। আমার ভাতা কেন বন্ধ হয়েছে, সেটাও বলে না।’

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য কামাল হোসেন বলেন, ‘সুরধ্বনির নাম রেজুলেশনে নেই।’ এ সময় ১০ বছর পর ভাতা কার্ড বন্ধ হতে পারে কি না? জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে উপজেলা সমাজসেবা অফিস বলতে পারবে।’ তবে বই নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘আপনাদের মাধ্যমে বিষয়টি অবগত হলাম। খুব দ্রুত সময়ের মধ্যে সুরধ্বনির ভাতাটি প্রতিস্থাপনের ব্যবস্থা করব। বইটি যদি কেউ নিয়েও থাকে, উনি অফিসে আসলে তার বইটি চলমান করার ব্যবস্থা নেব।’