শেয়ার বিজ ডেস্ক: ইউয়ানের দরপতন ঠেকাতে প্রতিদিন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে চীনের কেন্দ্রীয় ও রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো। এবার মুদ্রার দর বৃদ্ধিতে অফশোর মার্কেট থেকে ইউয়ান কিনছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। এ বিষয়ের সঙ্গে সম্পৃক্ত এমন তিনজনের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
রাষ্ট্রীয় ব্যাংকগুলোর অফশোর মুদ্রাবাজারে অনেক সময় কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে। কখনও কখনও তারা নিজেরাই লেনদেন করতে পারে বা গ্রাহকের হয়েও কাজ করতে পারে।
একটি সূত্র বলছে, অফশোর বাজার থেকে ব্যাংকগুলো ইউয়ান তুলে নিলে মুদ্রা স্থিতিশীল হতে পারে।
বিশ্লেষকরা বলছেন, এসব উদ্যোগের কারণে ইউয়ানের দরপতন হবেÑএমন পূর্বাভাস থেকে মুদ্রা বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নেয়ার আগে মুদ্রা কারবারিদের এখন কিছুটা ভাবতে হবে। অর্থাৎ শর্ট পজিশন নেয়ার আগে বা মুদ্রার দরপতনের আশঙ্কায় বিক্রির সিদ্ধান্ত নিতে হলে যে পরিমাণ অর্থ জামানত হিসেবে রাখতে হয়, তার পরিমাণ বাড়বে; যদিও বিষয়টি নির্ভর করবে ইউয়ানের স্থিতিশীলতা ও এই লেনদেনের ঝুঁকির ওপর।
চীনের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর এই উদ্যোগের কারণে অফশোর বাজারে ইউয়ানের দর ঘুরে দাঁড়িয়েছে, প্রতি ডলারের বিপরীতে এখন ৭ দশমিক ২৮৩ ইউয়ান পাওয়া যাচ্ছে। অর্থাৎ গত সোমবার তা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়েছে। এছাড়া দেশের মধ্যে ইউয়ানের দর হয় ডলারের বিপরীতে ৭ দশমিক ২৮।
ডলারের বিপরীতে চলতি বছরে ইউয়ানের ৫ শতাংশ দরপতন হয়েছে। মূলত চীনের অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে উদ্বেগের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সুমিটোমো মিতসুই ডিএস অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান ম্যাক্রো স্ট্র্যাটেজিস্ট মাসাইয়ুকি কিছিকাওয়া
বলেন, চীন সম্ভবত সুদহার কমাতে চায়, কারণ তারা মুদ্রার দরপতন সম্পর্কে অবগত। চীনের কর্তৃপক্ষ তাদের মুদ্রা বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে দীর্ঘদিন ধরে কাজ করছে।
অর্থনীতির গতি বাড়াতে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না নীতি সুদহার কমিয়েছে। তারা এক বছর মেয়াদি ঋণের জন্য নীতি সুদহার ১০ ভিত্তি পয়েন্ট কমিয়েছে, যদিও বাজারের প্রত্যাশা ছিল, নীতি সুদহার অন্তত ১৫ ভিত্তি পয়েন্ট কমানো হবে।
চীনের অর্থনীতি নানা কারণে গতি হারিয়েছে। এজন্য দায়ী আবাসন খাতের নতুন ঋণসংকট, ভোক্তা ব্যয় ও ঋণের প্রবৃদ্ধি কমে যাওয়া। তাই আশা করা হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার লাগাম আরও কিছুটা ছাড়বে।