ইউরোপজুড়ে ইন্টারনেট বিভ্রাট অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে

শেয়ার বিজ ডেস্ক: ইউক্রেনসহ জার্মানি, ফ্রান্স, হাঙ্গেরি, ইতালি ও পোল্যান্ডের বৃহৎ অঞ্চলে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। অভিযোগ এর পেছনে রয়েছে রাশিয়া। খবর: দ্য মিন্ট।

হঠাৎ ইন্টারনেট সংযোগ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেল ইউরোপের বিস্তীর্ণ এলাকা। এর নেপথ্যে রয়েছে রাশিয়া, অভিযোগ করেছে স্যাটেলাইট অপারেটররা। তাদের অভিযোগ, রুশ সাইবার আক্রমণের শিকার হয়েছে দেশগুলো।

ইউটেলস্যাটের বরাত দিয়ে দ্য মিন্ট জানায়, ইউক্রেনসহ বিভিন্ন দেশেই নেট পরিষেবা স্তব্ধ হয়ে গেছে। ভায়াস্যাট নামে আর এক সংস্থা জানায়, পুলিশ ও বিশেষজ্ঞরা বিষয়টি সমাধানে চেষ্টা করছেন।

অন্যদিকে ফ্রান্সের স্পেস কমান্ডের প্রধান মাইকেল ফ্রিডলিংয়ের দাবি, এর নেপথ্যে রয়েছে রুশ সাইবার হামলা। তার দাবি, ইউক্রেন ছাড়াও ইউরোপের অনেক অংশ সাইবার হামলার ফলে নেট যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জার্মানি ও মধ্য ইউরোপেরও একই অবস্থা।

জার্মানির তথ্য মন্ত্রণালয় জানায়, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে গোটা ইউরোপ কোনো না কোনোভাবে প্রভাবিত হচ্ছে, যার মধ্যে একটি হলো এই সাইবার হামলা। মূলত ইউক্রেনের নেট ব্যবস্থার ওপর এই সাইবার হামলা করেছে রাশিয়া। তবে তার প্রভাব বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে। ইউরোপের অন্যান্য দেশেরও নেট ব্যবস্থা নড়বড়ে হয়ে পড়েছে। তাদের ৪০ হাজার সাবস্ক্রাইবারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ নেট বিভ্রাটের মুখে পড়েছেন বলে অভিযোগ।

যদিও রাশিয়ার তরফ থেকে এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, দেশের মধ্যে যুদ্ধবিরোধী ও ইউক্রেনের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঠেকাতে ফেসবুক ও টুইটারে নিষেধাজ্ঞা এনেছে রাশিয়া। পাশাপাশি রুশ সেনাদের নিয়ে ভুয়ো খবর প্রচার করলে সর্বোচ্চ সাজা হিসেবে ১৫ বছরের কারাদণ্ডের নতুন আইন এনেছে পুতিন সরকার।