Print Date & Time : 28 August 2025 Thursday 2:57 pm

ইউরোপের জন্য তুরস্ক অপরিহার্য : এরদোয়ান

শেয়ার বিজ ডেস্ক : ইউরোপের জন্য তুরস্ক অপরিহার্য বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ দেখিয়ে দিয়েছে, তুরস্ক ইউরোপের জন্য কতটা গুরুত্বপূর্ণ। খবর আনাদোলু এজেন্সির।

সোমবার দেশটির রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার এক বৈঠক শেষে এরদোয়ান এ মন্তব্য করেন।

এরদোয়ান বলেন, আসলে বিশ্বের প্রতিটি উন্নয়ন এই সত্যটি প্রকাশ করে যে, তুর্কি ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপীয় অঞ্চলের জন্য অপরিহার্য।

সম্প্রতি চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে ইউরোপীয়ান পলিটিক্যাল কমিউনিটির বৈঠকে প্রথমবারের মতো উপস্থিত হন এরদোয়ান। সেখানে শান্তি ও নিরাপত্তা নিয়ে ইউরোপ যে চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তা নিয়ে তুরস্কের দর্শন, অবদান এবং মূল্যায়ন তুলে ধরেন।

বৈঠকে এরদোয়ান আরও বলেন, আন্তর্জাতিক আইন মেনে তুরস্ক এজিয়ান এবং ভূমধ্যসাগরের সমস্যা সমাধান করতে চায়। ইইউর প্রতি তিনি গ্রিসকে তুরস্কের সঙ্গে বৈঠকে বসার আহ্বান জানান।