Print Date & Time : 4 August 2025 Monday 8:00 pm

ইউরোপে কভিড ঢেউয়ের আশঙ্কা

শেয়ার বিজ ডেস্ক: ইউরোপে বাড়ছে কভিড-১৯-এ আক্রান্ত রোগীর সংখ্যা। এ কারণে মহাদেশটিতে করোনাভাইরাসের আরেকটি ঢেউয়ের আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। একই আশঙ্কা করছে ইউরোপীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (ইসিডিসি)। খবর: রয়টার্স।

ডব্লিউএইচও-এর ইউরোপীয় প্রধান হান্স ক্লুগ ও ইসিডিসির পরিচালক আন্দ্রেয়া আম্মন এক যৌথ বিবৃতিতে বলেছেন, এক বছর আগে মহামারিতে আমরা যে অবস্থায় ছিলাম এখন আমরা সেখানে নেই। কিন্তু এটি স্পষ্ট, মহামারি শেষ হয়নি। দুর্ভাগ্যবশত ইউরোপে আমরা আবার আক্রান্তের সংখ্যা বাড়তে দেখছি, যা ইঙ্গিত দিচ্ছে আরেকটি ঢেউয়ের সংক্রমণ শুরু হয়েছে।

এ কারণে সতর্ক করে ডব্লিউএইচও জানিয়েছে, চলতি মাসের প্রথম সপ্তাহে ইউরোপে আক্রান্তের সংখ্যা রেকর্ড বেড়েছে। আগের সপ্তাহের তুলনায় আক্রান্তের হার বেড়েছে ৮ শতাংশ। টিকার প্রতি অনীহা ও সংশয়ের কারণে বুস্টার ডোজের প্রভাব মহাদেশটিতে সীমিত হতে পারে। এ মহাদেশের কয়েক লাখ মানুষ এখনও কভিড টিকা নেননি।

তাই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরুর আগে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কায় দেশগুলোর কর্তৃপক্ষের কাছে তারা আহ্বান জানিয়েছে ফ্লু ও করোনাভাইরাসের টিকা প্রয়োগের জন্য। সময় অপচয়ের কোনো সুযোগ নেই। ষাটোর্ধ্ব, অন্তঃসত্ত্বা নারী ও কো-মোরবিডিটি থাকা মানুষের ইনফ্লুয়েঞ্জা ও কভিড টিকা গ্রহণ করা উচিত বলে এক বিবৃতিতে জানিয়েছে সংস্থা দুইটি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, কভিড-১৯ মহামারিতে এখন পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৬৪ হাজার ৩৪৪ জন মানুষের। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২০৭ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ লাখ ২৮ হাজার ৩৬১ জন। আগের দিন মারা গেছেন ১ হাজার ১৫ জন ও সংক্রমিত ৪ লাখ ৮৮ হাজার ৪৮৮ জন।