Print Date & Time : 30 August 2025 Saturday 1:15 am

ইউসিবির আয়োজনে ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) সম্প্রতি ৪র্থ শিল্প বিপ্লব ও ডিজিটাল আপস্কিলিংয়ের ওপর কর্মচারী সচেতনতা সেশনের অংশ হিসেবে একটি ভার্চুয়াল কর্মশালার আয়োজন করে। এতে ব্যাংকের মোট ২৮০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন। প্রধান অতিথি হিসেবে সেশনের উদ্বোধন করেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ ইসহাক মিয়া, এটুআইয়ের ন্যাশনাল কনসালট্যান্ট গোলাম মোহাম্মদ ভূঁইয়া এবং বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন সিস্টেমস ডেভেলপমেন্ট অ্যান্ড সাপোর্ট ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক এসএম তোফায়েল আহমেদ অনুষ্ঠানটি পরিচালনা করেন। বিজ্ঞপ্তি