ইউসিবির উদ্যোগে বাগেরহাটে কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ

ইউনাইটেড কমার্শিাল ব্যাংক পিএলসির (ইউসিবি) বাগেরহাটের হোটেল ক্যাসেল আশারায় গতকাল কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে সাবেক কৃষি সচিব ও বিসেফ ফাউন্ডেশনের সহসভাপতি আনোয়ার ফারুক এ প্রশিক্ষণ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক, ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম ভূঁইয়া, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ছাহেব আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শংকর কুমার মজুমদার, ইউসিবির আঞ্চলিক প্রধান মোল্লা মাসুদ পারভেজ প্রমুখ। বিজ্ঞপ্তি