ইউসিবি ও স্মল ওয়ার্ল্ড ফিন্যান্স সার্ভিসেস গ্রুপের রেমিট্যান্স চুক্তি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) গতকাল স্মল ওয়ার্ল্ড ফিন্যান্স সার্ভিসেস গ্রুপ লিমিটেডের সঙ্গে রেমিট্যান্স পরিষেবা-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করে। ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী এবং স্মল ওয়ার্ল্ডের গ্রুপ সিইও খালিদ ফেল্লাহী ইউসিবির প্রধান কার্যালয়ে এ রেমিট্যান্স সার্ভিস চুক্তি স্বাক্ষর করার পর নথি বিনিময় করেন। অনুষ্ঠানে স্মল ওয়ার্ল্ডের উত্তর ইউরোপ, আফ্রিকা ও এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক স্ট্যানলি ওয়াচ, বাংলাদেশের গ্রুপ করিডোর অ্যাম্বাসাডর মোহাম্মদ আতিকুর রহমান, ইউসিবির পক্ষ থেকে এএমডি সৈয়দ ফরিদুল ইসলাম, এএমডি আবুল আলম ফেরদৌস, কোম্পানি সচিব এটিএম তাহমিদুজ্জামান, ইভিপি মমতাজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি