ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের অফিসে আয়োজিত এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে গত বুধবার ইউসিবি তাকওয়াহ গ্রোথ ফান্ডের ট্রাস্ট দলিল স্বাক্ষর সম্পন্ন হয়। এটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অনুমোদিত। এর প্রাথমিক অনুমোদিত আকার হবে ৩৫ কোটি টাকা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক এসএম রাশেদুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ট্রাস্ট ডিডে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, ইউসিবি স্টক ব্রোকারেজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রহমত পাশা এবং ইউসিবি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক তানজিম আলমগীর। বিজ্ঞপ্তি

Print Date & Time : 13 September 2025 Saturday 1:55 pm
ইউসিবি তাকওয়াহ গ্রোথ ফান্ডের ট্রাস্ট দলিল স্বাক্ষর
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: