Print Date & Time : 4 August 2025 Monday 5:52 am

ইউসিবি তাকওয়া গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: বে-মেয়াদি ইউসিবি তাকওয়া গ্রোথ ফান্ডের (ওপেন-এন্ড) খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮০৮তম নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সভায় কমিশন বে-মেয়াদি ইউসিবি তাকওয়া গ্রোথ ফান্ডের (ওপেন-এন্ড) খসড়া প্রসপেক্টাস অনুমোদন করা হয়েছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৩৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পাঁচ কোটি টাকা দিয়েছে (ফান্ডের প্রাথমিক আকার ১৪ দশমিক ২৮৫ শতাংশ)। বাকি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উš§ুক্ত থাকবে।

ফান্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ১০ টাকা। ওই ফান্ডের সম্পদ ব্যবস্থাপক ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট। ফান্ডের ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও ব্র্যাক ব্যাংক।

অন্যদিকে একই সভায় এনভয় টেক্সটাইলের ফুললি রিডিমেবল নন-কনর্ভাটেবল কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনের সভায় এনভয় টেক্সটাইলের ৮৭ কোটি টাকার পাঁচ বছর মেয়াদি ফুললি রিডিমেবল নন-কনর্ভাটেবল কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারের প্রস্তাব অনুমোদন করার সিদ্ধান্ত গৃহীত হয়। বর্ণিত প্রেফারেন্স শেয়ারটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। শেয়ারটির অভিহিত মূল্য ১০ টাকা। আর কুপন হার সাত থেকে সাত দশমিক ৫০ শতাংশ।

উল্লেখ্য, এ ইস্যুর মাধ্যমে এনভয় টেক্সটাইলের একটি ব্লেনডেড ইয়ার্ন প্রোজেক্ট বাস্তবায়ন ও ব্যাংকঋণ পরিশোধ করা হবে।