বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সামাজিক দায়িত্বের অংশ হিসেবে এ বছর কৃষি খাতে সহায়তা প্রদানমূলক প্রকল্প ‘ভরসার নতুন জানালা’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। গতকাল বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সম্মেলন কক্ষে প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনার বিষয়ে একটি মতবিনিময় সভা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. শেখ মোহাম্মদ বখতিয়ার এবং বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের পরিচালক (এসিডি) মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী। বিজ্ঞপ্তি

Print Date & Time : 19 August 2025 Tuesday 2:18 am
ইউসিবি সিএসআরের আওতায় কৃষি খাতে সহায়তা প্রদান
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: