নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর তুরাগতীরে তাবলিগ জামাতের সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইজতেমায় দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অংশগ্রহণ নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দিয়েছেন তার অনুসারীরা। গতকাল মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কাছে স্মাকলিপি দেয়া হয় বলে জানিয়েছেন সাদপন্থি কর্মী মুফতি মু‘আয বিন নূর।
তাবলিগ জামাতের দুই পক্ষের বিভক্তির সবশেষ বহিঃপ্রকাশ ঘটে গত ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ‘ওলামা-মাশায়েখদের ইসলামি মহাসম্মেলন’র মাধ্যমে। ওইদিন সাদপন্থিদের নিষিদ্ধ করাসহ ৯ দফা দাবি জানান তাবলিগ জামাতের জুবায়েরপন্থিরা, যারা নিজেদের ‘শূরায়ে নিজাম’ পরিচয় দিয়ে থাকেন। এরপর ১২ নভেম্বর কাকরাইল মসজিদ ও টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠে মাওলানা সাদ ও তাদের অনুসারীদের প্রবেশের সুযোগ দিলে ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা অচলের হুঁশিয়ারি দেন জুবায়েরপন্থিরা।
মাওলানা সাদের ইজতেমায় অংশগ্রহণ ঠেকাতে জুবায়েরপন্থিদের তৎপরতার মধ্যে মঙ্গলবার সকাল ৮টার দিকে সাদপন্থি কয়েকশ অনুসারী কাকরাইল মসজিদ ও প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান নেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের আমন্ত্রণে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান ৯ সদস্যের প্রতিনিধিদল। তারা স্মাকলিপি দিয়ে এবং প্রেস সচিবের আশ্বাসে সকাল ১০টার দিকে সড়ক ছেড়ে চলে যান।
মুফতি মু‘আয বিন নূর বলেন, ‘প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সঙ্গে আমাদের কথা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেবেন বলে জানিয়েছেন। আমরা দাবি তুলেছি সাদ কান্ধলভি যেন নির্বিঘ্নে ইজমেতায় যোগ দিতে পারেন। এ বিষয়ে কোনো বাধা যেন না আসে। আমরা এই দাবিতেই প্রধান উপদেষ্টা বরাবর স্মাকলিপি দিয়েছি। তিনি (প্রেস সচিব) আমাদের আশ্বস্ত করেছেন এবং এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। তাই আমরা অবস্থান ছেড়ে দিয়েছি।’
গত কয়েক বছরের ধারাবাহিকতা ধরে রেখে এবারও বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। আগামী বছর যথারীতি ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি প্রথম পর্বের ইজতেমায় অংশ নেবেন ‘জুবায়েরপন্থিরা’ এবং দ্বিতীয় পর্বে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অংশ নেবেন ‘সাদপন্থিরা’।
তাবলিগ জামাতের দুই পক্ষ দিল্লির মাওলানা সাদ কান্ধলভি এবং বাংলাদেশের কাকরাইল মারকাজের মাওলানা জুবায়ের আহমদের অনুসারীদের বিরোধের শুরু ২০১৯ সালে। আগে এক মঞ্চ থেকে একবারই বিশ্ব ইজতেমা হলেও মতভেদের কারণে দুই পক্ষ বিশ্ব ইজতেমা দুইবারে করার সিদ্ধান্ত নেয়। মাঝে কভিড মহামারির কারণে ইজতেমা দুই বছর বন্ধ থাকে। ২০২২ সাল থেকে ফের ইজতেমা হচ্ছে দুই পর্বে। সম্প্রতি তাবলিগ জামাতের দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের জেরে তাদের মধ্যে চলমান বিবাদ নতুন রূপ পায়। এমন উত্তেজনার মধ্যেই দুই পক্ষের ‘সমঝোতার ভিত্তিতে’ গত ১৫ নভেম্বর ঢাকার কাকরাইল মসজিদে সাদপন্থিদের ব্যাপক জমায়েত দেখা যায়।
‘চার সপ্তাহ থাকবেন জুবায়েরপন্থিরা আর দুই সপ্তাহ থাকবেন সাদপন্থিরা’ এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সেদিন কাকরাইল মসজিদে দুই সপ্তাহের অবস্থান শুরু করেন সাদপন্থিরা। এর মধ্যে ইজতেমার দুই পর্বে তাবলিগের দুই পক্ষ অংশ নেয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছানোর আভাসের মধ্যে মাওলানা সাদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবার মাঠে নামলেন তার অনুসারীরা।