নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলসের পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। কোম্পানিটি দুই সহযোগী প্রতিষ্ঠান ন্যাশনাল সিমেন্ট মিলস লিমিটেড ও প্রিমিয়ার পাওয়ার জেনারেশন লিমিটেডের সঙ্গে একীভূত হতে খসড়া অনুমোদনের জন্য ইজিএম আহ্বান করেছে। গতকাল বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ইজিএমের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সূত্র জানায়, প্রিমিয়ার সিমেন্ট কোম্পানিটির ইজিএম আগামী ২১ মে দুপুর ২টা ৩০ মিনিটে চট্টগ্রামের আগ্রাবাদ অ্যাক্সেস রোডে অনুষ্ঠিত হবে। ইজিএমের জন্য আগামী ৩০ এপ্রিল রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, দুই সহযোগী প্রতিষ্ঠান ন্যাশনাল সিমেন্ট মিলস লিমিটেড ও প্রিমিয়ার পাওয়ার জেনারেশন লিমিটেডের সঙ্গে একীভূত হতে ১৯৯৪ সালের কোম্পানি আইন মেনে বাংলাদেশ উচ্চ আদালতের শরণাপন্ন হয় প্রিমিয়ার সিমেন্ট। উচ্চ আদালত থেকে একীভূতকরণের খসড়া অনুমোদন করেছে। সেইসঙ্গে বিনিয়োগকারীদের মতামত জানতে ও তাদের অনুমতির জন্য প্রিমিয়ার সিমেন্টকে ইজিএম করার আদেশ আদেশও দিয়েছে উচ্চ আদালত। এরই পরিপ্রেক্ষিতেই ইজিএমের ঘোষণা দিল সিমেন্ট খাতের কোম্পানিটি।
