প্রতিনিধি, মেহেরপুর : ভাত চাই না, কাজ চাই এই শ্লোগানে ভাটা চালু রাখার দাবিতে মানববন্ধন করেছে ইটভাটায় কাজ করা প্রায় ২ হাজার শ্রমিক ও মালিক।
মঙ্গলাবার সকাল সাড়ে দশটার দিকে মুজিবনগর উপজেলা ইটভাটা মালিক সমিতির ব্যানারে মুজিবনগর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর শ্রমিকদের তুলে ধরা দাবি নিয়ে একটি স্মারকলিপি মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারের হাতে তুলে দেন ইটভাটা মালিক সমিতি।
স্মারকলিপিতে বিভিন্ন বিষয় নিয়ে ৭টি দাবি তুলে ধরেন শ্রমিক ও মালিকপক্ষ। এ সময় বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি মশিউর রহমান, সাধারন সম্পাদক তছলিমুল ইসলাম।