প্রতিনিধি, গাংনী(মেহেরপুর) : এবছর ইটভাটার কার্যক্রম চালু রাখার দাবিতে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ এবং গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করেছে ইটভাটা মালিক ও শ্রমিকরা। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে গাংনী উপজেলার অর্ধ শতাধিক ইটভাটার মালিক শ্রমিকরা জড়ো হয়ে দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করা হয়।
ইটভাটায় ব্যবহৃত স্যালো ইঞ্জিন চালিত যানবাহন নিয়ে হাজার হাজার শ্রমিক জড়ো হয় গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনের সড়কে। এসময় যানবাহন দিয়ে সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করে শ্রমিকরা। একইসাথে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরায় করে দাবি উত্থাপন করেন নারী পুরুষ শ্রমিকরা। প্রায় দেড় ঘন্টা ধরে কর্মসুচী পালন করে উপজেলা নিবাহী অফিসারের মাধ্যমে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রেরণ করা হয়।
ইটভাটা মালিক সমিতির পক্ষে সাবেক এমপি আমজাদ হোসেন জানান, সারা দেশে ইটভাটায় লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে। ইটভাটা বন্ধ হলে এসব শ্রমিকরা বেকার হয়ে বিপথগামী হতে পারে।তারা যদি রাতের আঁধারে রাস্তায় নামে তাহলে তা প্রতিরোধ করা প্রশাসনের পক্ষে অসম্ভব। শ্রমিকদের চাপে ভাটা মালিকরা স্মারকলিপি প্রদান করছেন। সেহেতু ইটভাটা চালু রাখার দাবী জানান তিনি।