Print Date & Time : 31 July 2025 Thursday 11:55 pm

ইটিপি প্রকল্পে ১৬ কোটি টাকা বিনিয়োগ করবে রেকিট বেনকিজার

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজার (বিডি) লিমিটেডের পরিচালনা পর্ষদ চট্রগ্রামের নাসিরাবাদ শিল্প এলাকায় অবস্থিত কোম্পানির কারখানায় বর্জ্য প্রক্রিয়াকরণ স্থাপনা (ইটিপি) প্রকল্পে প্রায় ১৬ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির কারখানায় পরিবেশগত কমপ্লায়েন্স কার্যকর করার লক্ষ্যে বর্জ্য পানি শোধনাগারকে আপগ্রেড করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আর কোম্পানির কারখানা প্রাঙ্গণে এই ইটিপি প্রকল্প আপগ্রেড করার জন্য ১৫ কোটি ৮৮ লাখ ৯০ হাজার টাকার মূলধন জাতীয় ব্যয় বা ক্যাপেক্স বাজেট অনুমোদন করেছে। ২০২২ সালের শেষের দিকে এই প্রকল্পটির কাজ সম্পন্ন বলে জানা গেছে।