‘ইট’-এর রেকর্ডভাঙা শুরু

শোবিজ ডেস্ক: এতদিন সাড়াজাগানো হরর ছবি ‘দ্য কনজ্যুরিং’কে বিবেচনা করা হতো সর্বকালের সেরা ভৌতিক সিনেমা হিসেবে। উদ্বোধনী আয়ে ‘কনজ্যুরিং’কে হটিয়ে শীর্ষস্থান দখল করে নিলো অ্যান্ডি মুশেত্তির ‘ইট’।

ডেডলাইন জানায়, ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে অতিপ্রাকৃত ভৌতিক সিনেমা ‘ইট’। প্রথম দিনেই পাঁচ কোটি এক লাখ মার্কিন ডলার ঘরে তুলে সাড়া ফেলে দিয়েছে সিনেমাটি। দ্বিতীয় দিনে আরও দুই কোটি পাঁচ লাখ ডলার আয় নিয়ে মোট সাত কোটি ছয় লাখ ডলার ঘরে তুলেছে এটি।

এর আগে ভৌতিক সিনেমার সেরা আয়ের রেকর্ডটা দখলে ছিল ‘দ্য কনজ্যুরিং’-এর। জেমস ওয়ান পরিচালিত ২০১৩ সালের সাড়াজাগানো হরর সিনেমাটির মুক্তির প্রথম দিনে আয় করেছিল চার কোটি এক লাখ ডলার। আয়ের এ ধারাবাহিকতা ধরে রাখলে প্রথম সপ্তাহে ১০ কোটি ডলার ছাড়িয়ে যাবে ‘ইট’-এর আয়ের অঙ্কটিÑএমনটাই অনুমান বক্সঅফিস বিশ্লেষকদের।

স্টিফেন কিংয়ের উপন্যাস ‘ইট’ অলম্বনে ১৯৮৮ সালের পটভূমিতে নির্মিত এ সিনেমায় জর্জি নামের সাত বছর বয়সী এক বালকের গল্প বলা হয়েছে। এক ঝড়-বৃষ্টির রাতে কাগজের নৌকা নিয়ে খেলতে থাকা জর্জির সঙ্গে দেখা হয় মুখোশ পরা এক সঙের। এর পর থেকেই তার সঙ্গে ঘটতে থাকে নানা অদ্ভুত ঘটনা। এর আগে স্টিফেন কিংয়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ভৌতিক সিনেমা ‘ক্যারি’ ও ‘শাইনিং’ও পেয়েছিল দর্শকপ্রিয়তা।

যুক্তরাষ্ট্রের বাইরেও ভালো ব্যবসা করছে ‘মামা’ পরিচালক অ্যান্ডি মুশেত্তির ‘ইট’। উচ্চ রেটিং ও রিভিউয়ের কারণে এ মুহূর্তে দর্শক আগ্রহের তুঙ্গে  রয়েছে এ সিনেমাটি। জেইডেন লিবার, বিল স্কার্সগার্ড, সোফিয়া লিলিস প্রমুখ অভিনীত এ সিনেমার ভাগ্যে কি তবে জুটতে চলেছে সর্বকালের সেরা ভৌতিক সিনেমার তকমা? বলে দেবে সময়ই।