Print Date & Time : 8 September 2025 Monday 5:03 am

ইতালিতে জরুরি অবস্থা ঘোষণা

শেয়ার বিজ ডেস্ক : ইতালিতে ভূমিধসের ঘটনায় শিশু ও নবজাতকসহ সাতজন নিহত হওয়ার পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির গণমাধ্যম দ্য লোকাল জানিয়েছে, ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ইসচিয়ায় প্রাণঘাতী ভূমিধসের পর রোববার ইতালির সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে। গণমাধ্যমটির বরাত দিয়ে গতকাল সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।

ভারী বর্ষণজনিত এ ভূমিধসে এখনও নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন। ছয় ঘণ্টার ব্যবধানে ১৫৫ মিলিমিটার বৃষ্টিপাতের পর গত শনিবার ইসচিয়া দ্বীপ-সংলগ্ন উপকূলীয় এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে।

স্থানীয় এক বাসিন্দা লিসা মোকিয়ারো জানান, ভোর ৩টার দিকে তারা বজ্রপাতের বিকট আওয়াজ শুনতে পান। এরপর প্রথম ভূমিধসের ঘটনা ঘটে। ঘণ্টা দুয়েক পর ভোর ৫টার দিকে দ্বিতীয় দফায় ভূমিধসের ঘটনা ঘটে।

শনিবারের ওই ভূমিধসের পর থেকে অন্তত ১৩ জন নিখোঁজ ছিলেন। পরদিন রোববার তাদের মধ্যে সাতজনের মরদেহ উদ্ধার করা হয় । সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিস্থিতিকে ‘অত্যন্ত জটিল’ বলে উল্লেখ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি।

দেশটির বেসামরিক সুরক্ষা-বিষয়ক মন্ত্রী নেলো মুসুমেসি জানিয়েছেন, মন্ত্রিসভার বৈঠক শেষে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
উপদ্রুত এলাকার বাসিন্দাদের জন্য ২০ লাখ ইউরোর ত্রাণ তহবিলের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে এর প্রথম কিস্তি ছাড়ের কথা জানিয়েছেন নেলো।

ক্লাউদিও পালোম্বা নামে একজন কর্মকর্তা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ভূমিধসের ঘটনায় অনেকে এখনও নিখোঁজ রয়েছেন। অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ছবি ও ভিডিওতে দেখা গেছে, ভূমিধসের ফলে অনেক ভবন ভেঙে গেছে এবং বেশ কয়েকটি গাড়ি ভেসে সমুদ্রের দিকে চলে যাচ্ছে। একজন বাসিন্দা এ ভূমিধসকে ‘পানি ও কাদার জলপ্রপাত’ হিসেবে আখ্যায়িত করেছেন।

ইসচিয়া দ্বীপে গত শনিবারের ভূমিধসের যারা শিকার হয়েছেন তাদের শেষ মুহূর্তের হƒদয়বিদারক বিবরণ পাওয়া যাচ্ছে। ৩০ বছর বয়সী এক নারীর বাবা জানিয়েছেন, ভূমিধসের সময় ফোন করে তার কাছে সাহায্য চেয়েছিলেন মেয়ে, কিন্তু তিনি মেয়েকে সাহায্য করতে পারেননি।