Print Date & Time : 31 July 2025 Thursday 11:51 pm

ইতালিতে দুর্বল হচ্ছে করোনাভাইরাস

শেয়ার বিজ ডেস্ক: ইতালিতে করোনাভাইরাস ক্রমাগত শক্তি হারাচ্ছে এবং এটি আগের চেয়ে অনেক কম প্রাণঘাতী। গত রোববার আরএআই টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ইতালির এক জ্যেষ্ঠ চিকিৎসক আলবার্তো জাংরিলো এমন দাবি করেছেন। তার বিশ্বাস, ইতালিতে ক্লিনিক্যালি ভাইরাসটির আর অস্তিত্ব নেই। খবর: রয়টার্স।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানির দিক থেকে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে ইতালি। গত ফেব্রুয়ারিতে সেদেশে করোনা শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৪১৫ জনের। আক্রান্তের সংখ্যার দিক দিয়ে বিশ্বে ইতালির অবস্থান ষষ্ঠ। সেদেশে মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ৩৩ হাজারের  বেশি। তবে মে মাস থেকে দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে।