নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ইতিবাচক ধারায় লেনদেন শেষ করল। বেড়েছে সবগুলো সূচক। আজ সোমবার (১৫ মার্চ) দিন শেষে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৫৩২ পয়েন্টে। অন্যান্য সূচকের মধ্যে ডিএসইএস বা শরিয়াহ্ সূচক পাঁচ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৬৩ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক দুই দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১২৯ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে বেড়েছে ১২৯টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১২১টির দর।
দিন শেষে লেনদেন হয় ৬২২ কোটি ৫৭ লাখ টাকার। গতকাল লেনদেন হয়েছিল ৬২২ কোটি ৪৪ লাখ টাকার।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ২৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ার বিজ/এসএটি