Print Date & Time : 6 July 2025 Sunday 12:40 am

ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে স্কাউটদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

শেয়ার বিজ ডেস্ক :  অন্যদের জন্য নতুন পথ উন্মুক্ত করতে সাহায্য করে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে তরুণ স্কাউটদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে সম্ভাবনার জগৎ আবিষ্কার করতে ও বৃহৎ পরিসরে বন্ধুত্বের মাধ্যমে মানুষকে ভালোভাবে জানতে স্কাউটদের বলেছেন তিনি।

আজ সোমবার (২৩ জুন) উপদেষ্টার কার্যালয়ে স্কাউটদের কাব কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন ড. ইউনূস।

তিনি বলেন, ‘স্কাউটিং তোমাদের জন্য এক বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এখন অন্যদের জন্যও তোমাদের সেই দ্বার খুলে দেওয়ার বড় সুযোগ।’

অধ্যাপক ইউনুস স্কাউটিংয়ে যুক্ত তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন শুধু বন্ধ হয়ে যাওয়া দরজার দিকে আঙুল না তোলেন এবং থেমে না যান, বরং সেগুলোকে খুলে খোলার উদ্যোগ নেন।

তিনি বলেন, স্কাউটিংয়ের সঙ্গে যুক্ত থেকে তরুণরা ভবিষ্যতের পথচিত্র অঙ্কন করার একটি বড় সুযোগ পাচ্ছেন।

এ সময় প্রধান উপদেষ্টা নিজের জীবনের শুরুর দিকে স্কাউটিংয়ে যুক্ত হওয়ার ব্যক্তিগত অভিজ্ঞতাও তুলে ধরেন।

তিনি জানান, ১৯৫৫ সালে তিনি বয় স্কাউট দলের একজন সদস্য হিসেবে ইউরোপ ও উত্তর আমেরিকা ভ্রমণের সুযোগ পান এবং কানাডায় অনুষ্ঠিত ১০ম ওয়ার্ল্ড জ্যাম্বোরিতে অংশ নেন।

অনুষ্ঠানে তিনি শাপলা কাব অ্যাওয়ার্ডস প্রদান করেন। এই কার্নিভালটি দেশের ৫২৭টি স্থানে একযোগে শুরু হয়েছে।