Print Date & Time : 30 August 2025 Saturday 1:17 am

ইতিহাসের পাতায় নাম লিখলাম, পদ্মা পাড়ি দিয়ে ফেরদৌস

শোবিজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (১০ অক্টোবর) পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাংগা অংশের উদ্বোধন করলেন। এদিন দুপুর ১টা ৪৫ মিনিটে ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়েছেন। অন্যান্যদের পাশাপাশি দুপুর ২টার দিকে ট্রেনে করে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ভাঙ্গা রেলস্টেশনে পৌঁছান চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

আজ মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ধূসর রঙের পাঞ্জাবি পরে হাস্যোজ্জল ট্রেনে ওঠার একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে ফেরদৌস আহমেদ লিখেছেন, ‘আজ ইতিহাসের পাতায় নাম লিখলাম। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।’

২০১৮ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে আমেরিকায় গিয়েছিলেন ফেরদৌস, সঙ্গে ছিলেন রিয়াজও।

জানা গেছে, আসন্ন নির্বাচনে কুমিল্লা-২ আসন থেকে নির্বাচনে অংশ নিতে চান দুই বাংলার জনপ্রিয় এই নায়ক। এর আগে, ফেরদৌস নায়ক ফারুকের মৃত্যুর পর তাঁর নির্বাচিত আসন ঢাকা ১৭-এ উপ নির্বাচনে মনোনয়নপত্র কিনেছিলেন। কিন্তু আওয়ামীলীগ থেকে নমিনেশন পাননি।

এদিন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন অনুষ্ঠানে মাওয়া রেল স্টেশন প্রাঙ্গণ থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।