Print Date & Time : 6 August 2025 Wednesday 9:24 am

ইন্টারনেট যুগে পত্রমিতালির গল্প

শোবিজ ডেস্ক: আধুনিক প্রযুক্তির যুগে পত্রমিতালি হারিয়ে গেছে। বিলুপ্তপ্রায় এমন ঘটনা নিয়েই নির্মিত হয়েছে ‘পেনফ্রেন্ড’ শিরোনামের নাটক। ‘সেলফোন ও ইন্টারনেটের যুগে চিঠির ব্যবহার নেই বললেই চলে। বর্তমানে যাপিত জীবন খুব যান্ত্রিক। আর এই যান্ত্রিক জীবনের মাঝে ফেলে আসা সুন্দর অতীতচর্চার গল্প এই নাটকে প্রাধান্য পেয়েছে।’ কথাগুলো বললেন পরিচালক সাহেল সুমন। কবি ও নাট্যকার মিজানুর রহমান বেলালের রচনায় পেনফ্রেন্ড নাটকটি দেখে দর্শক মুগ্ধ হবেন বলে জানান প্রযোজক মোহাম্মদ শাওন। পেনফ্রেন্ডে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, নিলয়, তমাল, শহীদুল্লাহ সবুজ, কাজী উজ্জ্বল, স্বপ্না শেখ, শাওন প্রমুখ। নাটকটি আজ বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।