ইন্টারন্যাশনাল আইকনিক এওয়ার্ড পেল রিম গ্রুপ

নেপালের কাঠমান্ডুতে অবস্থিত হোটেল থামেল পার্কে গত বৃহস্পতিবার এক অনারম্বর অনুষ্ঠানে আয়োজনের মধ্যদিয়ে টুরিজম এন্ড সিভিল এভিয়েশন, নেপাল কর্তৃক সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট আয়োজিত হয়। এই অনুষ্ঠানে বিজনেস এবং সোশাল সার্ভিসে বিশেষ অবদানের জন্য রিম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব এফ এম মমতাজ উদ্দিন এবং সহকারী ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ওবায়দুল হক সরকার এর হাতে পৃথক ভাবে ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্সি অ্যাওয়ার্ড-২০২৩ তুলেদেন জনাব সুদান কিরাতি, মিনিস্টার অফ কালচার, নেপাল। বিজ্ঞপ্তি