ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারদর বেড়েছে ৪৫ দশমিক ২৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪৫ দশমিক ২৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে তিন কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৬০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৬ কোটি ৩৬ লাখ ৮৮ হাজার টাকা।

এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর দুই দশমিক ৭০ শতাংশ বা ২০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ সাত টাকা ৬০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল সাত টাকা ৭০ পয়সা। দিনজুড়ে ৮৩ লাখ ৮০ হাজার ৯৬ শেয়ার এক হাজার ৬৩৯ বার হাতবদল হয়, যার বাজারদর ছয় কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ সাত টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ আট টাকায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর তিন টাকা থেকে আট টাকার মধ্যে ওঠানামা করে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাববছরের জন্য আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানিটি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৩ পয়সা এবং ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৬ পয়সা, আগের বছর একই সময় যা ছিল যথাক্রমে দুই টাকা ছয় পয়সা ও ১৪ টাকা ৩৬ পয়সা।

কোম্পানির ৩০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ২২১ কোটি ৮১ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৬০ কোটি ৩৬ লাখ টাকা। আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানির মোট ২২ কোটি ১৮ লাখ ১০ হাজার ২৪৭ শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৪১ দশমিক ৫৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫ দশমিক ২৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক শূন্য সাত শতাংশ এবং বাকি ৩৩ দশমিক ১৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ১৪ দশমিক ৫৩। আর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ৫২ দশমিক ৫০।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড। ‘বি’ ক্যাটেগরির এই কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৮ দশমিক ৫৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ৯ কোটি ৬৪ লাখ ৬১ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৪৮ কোটি ২৩ লাখ ছয় হাজার টাকার শেয়ার।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ‘বি’ ক্যাটেগরির আর্থিক প্রতিষ্ঠান খাতের এই কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৮ দশমিক ১৩ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ৫ কোটি ৪৩ লাখ ৫৯ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ২৭ কোটি ১৭ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার।

এর পরের অবস্থানে ছিল যথাক্রমে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড ও ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

‘বি’ ক্যাটেগরির ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৭ দশমিক ২৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন চার কোটি ৩৫ লাখ ১২ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ২১ কোটি ৭৫ লাখ ৬১ হাজার টাকার শেয়ার।

আর ‘বি’ ক্যাটেগরির কোম্পানি ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৬ দশমিক ৮৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন তিন কোটি ৮৫ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১৯ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার।

এর পরের অবস্থানে থাকা ‘এ’ ক্যাটেগরির বিমা খাতের কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৪ দশমিক ৩২ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন তিন কোটি ১৫ লাখ এক হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১৫ কোটি ৭৫ লাখ আট হাজার টাকার শেয়ার।

তালিকার সপ্তম অবস্থানে থাকা ‘বি’ ক্যাটেগরির হাক্কানী পাল্প অ্যান্ড পেপার লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৩ দশমিক ৫৩ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ৯ কোটি ৬২ লাখ ২২ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৪৮ কোটি ১১ লাখ ১১ হাজার টাকার শেয়ার।

তালিকার অষ্টম অবস্থানে থাকা ‘এ’ ক্যাটেগরির ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৩ দশমিক ২৩ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন এক কোটি ৯৮ লাখ ২৯ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৯ কোটি ৯১ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার।

আর তালিকার নবম অবস্থানে থাকা ‘এ’ ক্যাটেগরির বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের দর বেড়েছে ২২ দশমিক ৮৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ১৪ কোটি ৫৮ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৭২ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকার শেয়ার।

তালিকার সর্বশেষ অবস্থানে থাকা ‘এ’ ক্যাটেগরির জিপিএইচ ইস্পাত লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২১ দশমিক ৯৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন তিন কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১৮ কোটি ৬২ লাখ টাকার শেয়ার।