ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, বিদায় ও পুরস্কার বিতরণ

Oplus_0

প্রতিনিধি, শেরপুর : শেরপুরর শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১২ ফেব্রুয়ারি বুধবার দুপুরে উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীবরদীর সহকারী কমিশনার ভূমি নাহিদুল হক।

ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম আকন্দের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি বেজড মেডিকেল কলেজের প্রফেসর এ.এস.এম রুহুল কুদ্দুস রুপন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ খান নুন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম বাবলু প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য বক্তব্য রাখেন শেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম, ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান, পল্লী চিকিৎসক মজিবুর রহমান হেলাল,কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, ইন্দিলপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।

এসময়, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সেরা তিন জন শিক্ষার্থী কে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।