ইন্দোনেশিয়া-বাংলাদেশ সম্পর্কে নতুন ক্ষেত্র যোগ হয়েছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় ইন্দোনেশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশের মানুষের বহুকালের সম্পর্কে সাম্প্রতিক বছরগুলোয় নতুন নতুন ক্ষেত্র যোগ হয়েছে। মন্ত্রী দুই দেশের অর্ধ শতকের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে দৃঢ়তর করার প্রত্যয় ব্যক্ত করেন।

গত বৃহস্পতিবার ঢাকায় ইন্দোনেশিয়া দূতাবাসের আয়োজনে ওযাটার গার্ডেন র‌্যাডিসন ব্ল– হোটেলে রিপাবলিক অব ইন্দোনেশিয়ার ৭৭তম স্বাধীনতা দিবস উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রীকে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়।