Print Date & Time : 30 August 2025 Saturday 12:58 am

ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: ইফতার পার্টি না করে সেই টাকা দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল  বুধবার মন্ত্রিসভার বৈঠকে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, প্রধানমন্ত্রী একটা আবেদন জানিয়েছেন। বিশেষ করে তিনি এরই মধ্যে ইফতার পার্টি না করার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন। তিনি বলেছেন, যারা আগ্রহী বা যাদের সাধ্য আছে তারা যেন সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। ইফতার পার্টি আয়োজনে যে টাকা খরচ হতো, সেই টাকা নিয়ে যেন মানুষের পাশে দাঁড়ায়।

বৈঠকে প্রধানমন্ত্রী আরও সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধুর সমবায় নিয়ে একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নের আলোকে যাতে কৃষিভিত্তিক সমবায় গড়ে তোলা যায়, সেজন্য কৃষি মন্ত্রণালয় ও পল্লী উন্নয়ন বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।