Print Date & Time : 3 August 2025 Sunday 10:49 am

  ইফাদ অটোসের রেকর্ড ডেট রোববার

 

নিজস্ব প্রতিবেদক: ইফাদ অটোস লিমিটেডের রেকর্ড ডেট রোববার। সেই জন্য শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, রেকর্ড ডেটের পরের দিন থেকে পুঁজিবাজারে শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মেই চলবে।

৩০ জুন, ২০১৭ সমাপ্ত আর্থিক বছরের জন্য ২৬ শতাংশ (২১ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস) লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ছয় টাকা ৭৪ পয়সা এবং শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ৩৮ টাকা ৬১ পয়সা, যা আগের বছর একই সময়ে হয় তিন টাকা ৮৩ পয়সা ও ৩৩ টাকা ৫৭ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ ডিসেম্বর সামারাই কনভেনশন সেন্টার, পান্থপথ, ঢাকায় অনুষ্ঠিত হবে।

তথ্যানুযায়ী, গতকাল কোম্পানিটির শেয়ারের দর এক দশমিক ৪৫ শতাংশ বা দুই টাকা বেড়েছে। এক হাজার ৭৯৬ বারে কোম্পানিটির ১৪ লাখ ৮৫ হাজার ৭৩০টি শেয়ার লেনদেন হয়। যার বাজারমূল্য ২০ কোটি ৮৩ লাখ ৬৪ হাজার টাকা। দিনভর শেয়ারদর ১৩৮ টাকা ৫০ পয়সা থেকে ১৪১ টাকা ২০ পয়সায় ওঠানামা করে সর্বশেষ ১৪০ টাকায় লেনদেন হয়।

৩০০ কোটি টাকা অনুমোদিত ও ১৫৫ কোটি ৪৮ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির মোট শেয়ারসংখ্যা ১৫ কোটি ৫৪ লাখ ৮০ হাজার।

কোম্পানির রিজার্ভে আছে ৩০৮ কোটি ৬৯ লাখ টাকা। মোট শেয়ারের ৬২ দশমিক ৭৭ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের, ২০ দশমিক ৬০ শতাংশ প্রাতিষ্ঠানিক, এক দশমিক ৪৭ শতাংশ বিদেশি ও ১৫ দশমিক ১৬ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।