Print Date & Time : 13 September 2025 Saturday 9:57 pm

ইবিএল ইনস্পায়ারিং উইমেন অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান

 

সুবর্ণ নাগরিক ফাউন্ডেশনের সহযোগিতায় ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) গতকাল তাদের গুলশানের প্রধান কার্যালয়ে ‘ইবিএল ইনস্পায়ারিং উইমেন অ্যাওয়ার্ডস ২০২৩’-এর আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটেগরিতে ১৫ জন ভিন্নভাবে সক্ষম নারীকে পুরস্কৃত করা হয়। নিজ নিজ ক্ষেত্রে কঠোর পরিশ্রম ও উল্লেখযোগ্য অর্জনের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ইন্সপায়ারিং উইমেন অ্যাওয়ার্ড প্রবর্তন করা হয়েছে। ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং উপব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ার পুরস্কারপ্রাপ্ত নারীদের প্রত্যেকের হাতে একটি ক্রেস্ট এবং ২৫ হাজার টাকার চেক তুলে দেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিজ্ঞপ্তি