ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) কার্ডধারীদের ফ্লাইট টিকেটের বেইজ ফেয়ারে বিশেষ মূল্যছাড় দিবে এয়ার এস্ট্রা । সম্প্রতি ঢাকায় এতদসংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন ইবিএল ডিএমডি এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং এয়ার এস্ট্রার প্রধান নির্বাহী ইমরান আসিফ । অনুষ্ঠানে ইবিএল ব্যাংকাস্যুরেন্স এবং স্টুডেন্ট ব্যাংকিং ও রিটেইল প্রপোজিশন প্রধান মোঃ বিন মাজিদ খান এবং এয়ার এস্ট্রার বিক্রয় বিভাগ প্রধান মোহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
