ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ট্রপিক্যাল হোমস গ্রাহকদের হোমলোন সুবিধা অফার করছে। ইবিএলের ডিএমডি এম খোরশেদ আনোয়ার এবং ট্রপিক্যাল হোমসের নির্বাহী পরিচালক মো. ওয়াহিদুল ইসলাম তালুকদার সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করার পর তা বিনিময় করেন। ইবিএলের হেড অব বিজনেস সৈয়দ জুলকার নায়েন, হেড অব অ্যাসেট মো. সালেকীন ইব্রাহিম, হেড অব রিটেইল অ্যাসেট মো. জাহেদ চৌধুরী ও ট্রপিক্যাল হোমসের পরিচালক এম হক ফয়সাল, উপ-মহাব্যবস্থাপক নাজমুল হাসান খান মজলিশ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
