প্রতিনিধি, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী ২৭ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি শুরু হচ্ছে। যা চলবে আগামী ০৪ জানুয়ারি ২০২৩ বুধবার পর্যন্ত। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শীতকালীন ছুটি উপলক্ষে আগামী ২৭ ডিসেম্বর থেকে ০৪ জানুয়ারি পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। তবে এসময় জরুরি সেবা সমূহ যথারীতি চালু থাকবে। সেই সাথে নিরাপত্তা প্রহরীদের যথাস্থানে দায়িত্ব পালন করার জন্য বলা হয়েছে। এছাড়া বন্ধ চলাকালীন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ খোলা থাকবে। আগামী ০৭ জানুয়ারি শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ যথারীতি চলবে।