ইবিতে ক্যাপের ক্যান্সার সচেতনতা বিষয়ক আলোচনা সভা

প্রতিনিধি, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ল্যাবরেটরি স্কুলের ছাত্রীদের মাঝে স্তন ও জরায়ুমুখে ক্যান্সার সচেতনতা ছড়িয়ে দিতে ক্যাপ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কতৃক একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ১টায় ইবি ল্যাবরেটরি স্কুলের একটি শ্রেণিকক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় ক্যাপের নারী সদস্যবৃন্দ ও স্কুলের নারী শিক্ষকবৃন্দসহ স্কুলের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এসময় ক্যাপের সভাপতি মো. সিয়াম মির্জা বলেন, “আমরা স্কুলের মেয়ে শিক্ষার্থীদের মাঝে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা ছড়িয়ে দিতে এসেছি। এ সমস্যাগুলো সাধারণত অসচেতনতার কারণে সংঘটিত হয়। আমাদের মায়েরা এ ক্যান্সার সম্পর্কে অসচেতন থাকেন এবং এর প্রতিরোধে কোন ব্যবস্থা গ্রহণ করেন না। আমরা প্রত্যাশা করি মেয়েদেরকে যদি এ বয়সে এ বিষয়ে সচেতন করতে পারি তাহলে এ রোগটি ক্রমন্বয়ে হ্রাস পাবে।”

পরবর্তীতে স্কুলের নারী শিক্ষীকাবৃন্দ স্কুলের ছাত্রীদের উদ্দেশ্য দিক নির্দেশনা মূলক ব্যক্তব্য প্রদান করেন।

প্রসঙ্গত, ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (ক্যাপ) মেয়েদের ক্যান্সার নিয়ে কাজ করে থাকে। বাংলাদেশের ৫টি অঞ্চলে স্তন ক্যান্সার এবং জরায়ুমুখের ক্যান্সার নিয়ে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি।