ইবিতে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধি, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে ইবি শাখা ছাত্রলীগ।

বুধবার (০৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আরাফাত সিদ্দিকী ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে সাদ্দাম হল হতে আনন্দ মিছিল বের হয়। যা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ’মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শেষ হয়।

এসময় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনে করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার, শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আরাফাত সিদ্দিকী ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় সহ বিশ্ববিদ্যালয়ের হল ও অনুষদ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

পরবর্তীতে ছাত্রলীগ টেন্টে শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। পরবর্তীতে ছাত্রলীগের টেন্টের পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন ফলের গাছ, ঔষধি গাছ রোপন করা হয়।

এসময় সভাপতি ফয়সাল আরাফাত সিদ্দিকী বলেন, শীতকালীন ছুটির পরে ক্যাম্পাসে বর্তমান ও সাবেক নেতাকর্মীদের আমন্ত্রণ করে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাকজমকপূর্ণভাবে এ দিনটি উদযাপন করা হবে।