ইবিতে তরুণ লেখকদের নিয়ে কর্মশালা

ইবি প্রতিনিধি: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আয়োজনে নবীন বরণ, প্রবীণদের বিদায়ী সংবর্ধনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা  ভবনের কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় সংগঠনটি। পরে প্রবীণ সদস্যদের বিদায়ী সংবর্ধনা ও সনদ দেয়া হয়। এছাড়া বিকালে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি এসএএইচ ওয়ালিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. বখতিয়ার হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল, ইবি প্রেস ক্লাবের সভাপতি সরকার মাসুম ও ইবি সাংবাদিক সমিতির সহসভাপতি হুমায়ুন কবির শুভ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সম্পাদক আবু তালহা আকাশ এবং অর্থ সম্পাদক শ্যামলী তানজিন অনু।

কর্মশালায় সংগঠনের শতাধিক সদস্য অংশ নেন।