Print Date & Time : 28 August 2025 Thursday 8:20 am

ইবিতে পলিথিন ব্যবহারে সচেতনয়ামূলক র‌্যালি

প্রতিনিধি, ইবি : পলিথিনকে না বলি, আমার ক্যাম্পাস আমি পরিছন্ন রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পলিথিন ব্যবহারে সচেতনতা ও ক্যাম্পাস পরিষ্কার-পরিছন্নতা বিষয়ক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২২-২৩ বাস্তবায়নে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

শনিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে র‍্যালি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‌্যাল চত্বরে এসে শেষ হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও বিএনসিসি সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমরা যদি প্রত্যেকে নিজ-নিজ দায়িত্ব পালন করি, যত্রতত্র না ফেলে আবর্জনা যদি ডাস্টবিনে ফেলি তাহলে আমাদের বিশ্ববিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে।

তিনি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা নিজে পরিষ্কার থাকি এবং সুন্দর ও পরিচ্ছন্ন দেশ গঠনে সহযোগিতা করি।