Print Date & Time : 4 September 2025 Thursday 12:17 pm

ইবিতে ভর্তির ৪র্থ মেধা তালিকা প্রকাশ

প্রতিনিধি, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক সম্মান ২০২১-২২ শিক্ষাবর্ষের চতুর্থ মেধাতালিকা প্রকাশিত হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ মেধাতালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহে আগামী বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টা হতে শনিবার (১০ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে GST ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে।

প্রত্যেক আবেদনকারী তার আবেদনকৃত প্রতিটি বিশ্ববিদ্যলয়ের প্রস্তুতকৃত মেধাক্রম ও প্রদত্ত বিভাগ পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হবে। মেধাক্রম ও অন্যান্য তথ্য স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে।

প্রাথমিক ভর্তির ক্ষেত্রে আবেদনকারীর মূল কাগজপত্র (এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র) আগামী বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ৯:০০ টা হতে রবিবার (১১ ডিসেম্বর) বিকাল ০৪:০০ টার মধ্যে প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে, অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হবে।

এহাড়া প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য বলা হয়েছে, গুচ্ছভূক্ত কোন বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে প্রাথমিক ভর্তি সম্পন্ন করে থাকলে পুনরায় ভর্তি হওয়ার প্রয়োজন নেই। তবে আবেদনকারী একসাথে এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য নির্বাচিত হলে তার ভর্তি অন্য বিশ্ববিদ্যালয়ে হস্তান্তর (মাইগ্রেন) করতে পারবে। এ ক্ষেত্রে আবেদনকারীর গুচ্ছের ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয় মাইগ্রেন অপশনে গিয়ে মাইগ্রেশন সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয়ের সশরীরে উপস্থিতের প্রয়োজন নেই। মূল কাগজ পত্র যে বিশ্ববিদ্যালয় জমা আছে সেখানেই থাকবে।