ইবিতে র‌্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স

প্রতিনিধি, ইবি: নবাগত শিক্ষার্থীদের ওপর র‌্যাগিংয়ের বিরুদ্ধে” জিরো টলারেন্সের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এন্টি-র‌্যাগিং ভিজিলেন্স কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ চিঠির মাধ্যমে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যায়ে র‌্যাগিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক র‌্যাগিং একটি শাস্তিযোগ্য অপরাধ।