Print Date & Time : 30 August 2025 Saturday 8:57 pm

ইবি ছাত্রলীগের ৮ কর্মীকে সাময়িক বহিষ্কার

প্রতিনিধি, ইবি: সাম্প্রতিক শোকদিবসের আলোচনা সভা শেষে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের ৮ কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে। এছাড়া স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছেও আবেদন করেছেন শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়।

মঙ্গলবার (২২ আগস্ট) ইবি শাখ ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত কর্মীরা হলেন জিয়াউর রহমান হল শাখার কর্মী সাব্বির খান, শামীম রেজা, আকিব মাসুদ অনুভব, আব্দুল কাদের, পারভেজ হোসেন বানাত, শেখ রাসেল হল শাখার কর্মী আশিক কুরাইশী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার কর্মী শাহদুল্লাহ সিদ্দিকী সাইমুন, তাসিন আজাদ।

এদেরকে বাংলাদেশ ছাত্রলীগ ইবি শাখা থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেইসঙ্গে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগে কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে আবেদন করা হয়েছে বলে বিজ্ঞাপ্তিতে জানানো হয়।

প্রসঙ্গত, গত রোববার (২০ আগস্ট) জাতির পিতার ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে আয়োজিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে “মৃত্যুঞ্জয়ী মুজিব” শীর্ষক এক আলোচনা সভা শেষে ইবি ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় তুমুল সংঘর্ষ ঘটে। এ সংঘর্ষে গুরুতর ২ জনসহ মোট ৫জন আহত হয়েছিল।